ফ্লোর নম্বর ৭ : একটি ভিন্ন স্বাদের ওয়েব ফিল্ম

যাত্রা শুরুর প্রথম বছরেই আলোচনায় এসেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এর কারণ যেমন ভিন্ন ধরনের কনটেন্ট, তেমনি শুরু থেকেই চোখে পড়ার মতো ছিল চরকির বিশেষ দিবস ঘিরে আয়োজন। বিজয় দিবস, নারী দিবসসহ বিশেষ দিনের কনটেন্টগুলো জনপ্রিয়তা পেয়েছে। এবার দর্শকদের ঈদে বিনোদন দিতে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সাজাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতরে চমক হিসেবে থাকছে তারকাবহুল ধামাকা ওয়েব ফিল্ম ‘ফ্লোর নম্বর ৭’।
সম্প্রতি দর্শকদের পরিচিত নাম চরকির ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘টান’। সিনেমা দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এই থ্রিলার ও পারিবারিক ড্রামার পর চরকিতে রহস্য, রোমাঞ্চের গল্প নিয়ে আসছেন পরিচালক রায়হান রাফি।
বর্ণলিপি বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।